বঙ্গবন্ধু নিয়ে শেখ হাসিনার লেখা পড়বে প্রাথমিক শিক্ষার্থীরা

3480

Published on ফেব্রুয়ারি 25, 2020
  • Details Image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর ওপর একটি লেখা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে পাঠ করবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য জানান।

আগামী ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। এ দিন একশ’ বছর পূর্ণ হবে তার জন্মের। সেই জন্মশতবার্ষিকী উপলক্ষে ওইদিন থেকে বছরব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ শুরু হতে যাচ্ছে। সেই জন্মশতবার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রী জাতির পিতা সম্পর্কে একটা লেখা দেবেন।

‘সেই লেখাটি আমরা সারা বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একযোগে পাঠ করাব ১৭ মার্চ।’

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে বঙ্গবন্ধুর ওপরে লিখে দেবেন। প্রত্যেক স্কুলে একযোগে এক সময়ে পাঠ হবে এটি।

সচিব বলেন, প্রাথমিকের সব শিক্ষার্থীকে উদ্দেশ্য করে তিনি লেখা দেবেন।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কোটি নয় লাখ ১৯ হাজার ২০১ জন শিক্ষার্থী রয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত