জ্বালানী তেলের মূল্য সমন্বয়ের নামে সরকার কি জনগণকে বোকা বানাচ্ছে?

1269

Published on 10th আগস্ট 2022 22:25

জ্বালানী তেলের মূল্য সমন্বয়ের নামে সরকার কি জনগণকে বোকা বানাচ্ছে?
---
জ্বালানি তেল আমদানিতে সর্বশেষ জুলাই’২২ মাসের গড় প্লাটস রেট অনুযায়ী বিপিসি’র দৈনিক লোকসানের পরিমাণ ডিজেলে- প্রায় ৭৪,৯৪,৯২,৭০০.০০ টাকা ও
অকটেনে প্রায় ২,৯২,২৩,২১৬.০০
মোট- প্রায় ৭৭,৮৭,১৫,৯১৬.০০ টাকা।

উল্লেখ্য গত মে/২০২২ ও জুন/২০২২ মাসে লোকসান ছিল প্রায় শতাধিক কোটি টাকা। এভাবে গত ফেব্রুয়ারি-জুলাই/২০২২ মাস পর্যন্ত বিপিসি’র প্রকৃত লোকসান/ভর্তুকি দাঁড়ায় ৮০১৪ কোটি টাকার উপরে।

সর্বশেষ মূল্য সমন্বয়ে ডিজেলের মূল্য ১১৪.০০ টাকা করা হলেও জুলাই/২০২২ মাসের গড় হিসেবে প্রতি লিটারে খরচ পড়বে ১২২.১৩ টাকা অর্থাৎ প্রতি লিটারে তারপরেও ৮.১৩ টাকা লোকসান বিপিসিকে বহন করতে হবে।

ছবিতে দেখুন

ভিডিও