1440
Published on 14th জুলাই 2020 16:15কাজ শুরুর আগে মাস্ক, হ্যান্ড সোপ, জীবাণুনাশক এবং অন্যান্য মহামারী প্রতিরোধক জিনিসপত্র সরবরাহ করতে হবে।
প্রতিদিন কাজের আগে ও পরে কর্মীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করুন।
যাদের মাঝে করোনা উপসর্গগুলো দেখা দেবে তাদের সময়মতো চিকিৎসার ব্যবস্থা করুন।
কর্মচারীরা একে অপরের সংস্পর্শে আসার আগে মাস্ক পরতে হবে ।
একত্র হতে হয় এমন কাজ যেমন মিটিং, ট্রেনিং এসব কাজ সীমিত করে ফেলতে হবে।
অফিস, ক্যান্টিন, টয়লেটে হাত ধোয়ার জন্যে সাবান অথবা জীবাণুনাশক সরবরাহ করতে হবে ।
ক্যান্টিন, ডরমিটরি, টয়লেটসহ অন্যান্য জায়গা পরিস্কার রাখতে হবে এবং জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে ।