2078
Published on 13th জুলাই 2020 18:58করোনা কাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে অনলাইন আলোচনাBeyond The Pandemic দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে গত ১৯ মে। এবারের পর্বের বিষয় ছিল 'করোনা ভাইরাস সংকটে মানবিক সহায়তা'। এ বিষয়ে আলোচনা করতে যোগ দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্য শিপ্রা দাস, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ব্যারিস্টার শাহ আলি ফরহাদ