ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৭ নং ওয়ার্ডের ব্রাহ্মণচিরণ মৌজার সি এস ১৩০ ও ১৩১ দাগে কমলাপুর স্টেডিয়াম এর পাশে দখলমুক্ত করা হয়েছে ২৪২ শতাংশ জমি। পূর্ত মন্ত্রণালয় হতে এই জমি কর্পোরেশনকে হস্তান্তর করা হলেও এতদিন এই জমিতে অবৈধ বাস কাউন্টার, রিক্সা গ্যারেজসহ নানা ধরণের অবৈধ স্থাপনা নির্মাণ করে অবৈধ দখলদাররা জমিটি তাদের কব্জায় রেখেছিলো। ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্...