যশোরের অদম্য সেই তামান্না নূরাকে হুইল চেয়ার উপহার দিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। বুধবার সন্ধ্যার পর তামান্নার শহরের ভাড়া বাসাতে হুইল চেয়ারটি পৌঁছে দেন তিনি। যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, ‘তামান্নার যে কোনো সহায়তার ব্যাপারে আমরা এগিয়ে আসব। তাকে বলেছি কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে।&...