অসহায় রজনীকে সংরক্ষিত নারী সংসদ সদস্যের ঘর উপহার

অতিশীপর রজনী কান্ত বর্মন (৭৫)। সংসারে নানা শূন্যতার ভীরে অভাব হাড়ে হাড়ে টের পেয়ে আসছিলেন যুগ যুগ ধরে।একটা সময় এসে ক্ষুধার যন্ত্রনার চেয়ে তীব্রতর হয়ে উঠছিল আশ্রয়ের অভাব। অর্ধশত বছর আগে তোলা ঘরের দেয়াল ভেঙ্গে গিয়েছিল প্রায় যুগ আগে। এর পর ঘরের ছাউনিও ঝড়ে উড়ে যায়। গাছপালার পাতা দিয়ে কোন মতে একটি ঝরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন সন্তান নাতি নিয়ে ১০ সদস্যের পরিবার। ত...

ছবিতে দেখুন

ভিডিও