ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলঃ আমার আশপাশে এখন ভ্যাকসিন উৎসব চলছে। বাসায়, চেম্বারে—সবখানে। প্রথম প্রথম আমার আশপাশেও ভ্যাকসিন নিয়ে সন্দেহ আর সংশয়ের দোলাচাল ছিল। এমনকি আমি একেবারে শুরুর দিকে প্রথম সাড়ে পাঁচ শ জনের একজন হিসেবে ভ্যাকসিনটি নেওয়ার পরও। ইদানীং ব্যাপারটি একেবারেই অন্য রকম। একেবারেই ইউটার্ন যাকে বলে। অনুপ্রাণিত হচ্ছেন দেশের লাখো মানুষ। শুরুতে কান...