একযুগের পথচলায় বদলে যাওয়া বাংলাদেশ

জুনাইদ আহমেদ‍ পলক: গল্পের শুরুটা ১২ বছর পূর্বের। যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ সরকারি-বেসরকারি সেবা গ্রহণের জন্য শহরে যেতে হত, লাইনে দাঁড়িয়ে কিংবা দালালের বিড়ম্বনার শিকার হয়ে আর্থিক ভোগান্তিতে পড়তে হত, সেবা পেতে সময় লাগতো অনেক, দিনের পর দিন, কখনো মাসের পর মাস। সন্তান কিংবা আত্মীয় বিদেশে থাকলে তার সঙ্গে কথা বলার জন্য নাগরিকদের ছুটে যেতে হত গঞ্...