আনিসুজ্জামান অনূদিত: শেখ মুজিবুর রহমান যখন গত সপ্তাহে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, তখন তার কিছু সমালোচক বলেছিলেন যে, তিনি শুধু তার চরমপন্থী সমর্থকদের চাপের কাছে নতিস্বীকার করছেন এবং ঢেউয়ের ধাক্কায় যাতে তলিয়ে না যেতে হয়, তাই ঢেউয়ের ওপর চড়ার চেষ্টা করছেন। তবে এক অর্থে, এক নতুন বাঙালি জাতির যোদ্ধী-নেতারূপে মুজিবের আবির্ভাব বাঙালি জাতীয়তাবাদীদের জন্য তার আ...