অজয় দাশগুপ্তঃ মিথ্যা বলার এক আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইন্যালে দু’জন মুখোমুখি। অপেক্ষাকৃত তরুণ প্রতিযোগী তার প্রতিপক্ষকে বললেন, আপনি মুরুব্বী, আগে বলেন। মুরুব্বী প্রতিযোগী তার বক্তব্য শুরু করলেন এভাবে, ‘আমাদের পরিবারে একজন সৎ মানুষ ছিলেন...।’ এ বাক্য শেষ না হতেই তরুণ প্রতিযোগী দু’হাত তুলে বলে ওঠেন, ‘মুরুব্বী, আর প্রতিযোগিতার দ...