দেশে ১মবারের মতো ২-৩ ইন্চি ফুটো করে MICS পদ্ধতিতে হার্টের ডাবল ভাল্ব প্রতিস্থাপন সম্পুর্ন করেছেন একদল তরুন চিকিৎসক। গত ২৫ মে মঙ্গলবার হাসিনা বেগম নামে ৩০ বছর বয়সী এক রোগীর দেহে জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউটের কার্ডিয়াক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আশ্রাফুল হক সিয়ামের অধীনে এই সফল অস্ত্রোপ্রচার হয়। এই অপারেশনে প্রায় ৮-১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন এবং ৪-৫ ঘন্ট...