মুশতাক হোসেন: কোভিড-১৯ (নভেল করোনাভাইরাস) মহামারী ঠেকাতে হলে এখনই পাড়া-মহল্লা-গ্রাম-গঞ্জে সক্রিয় গণ সার্ভেলেন্স (Active mass surveillance) শুরু করতে হবে, বিশেষ করে যে সব স্থানে গুচ্ছ আকারে (Cluster) কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে। ঢাকা মহানগরীতে ৩০টি স্থানে রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে দু’টি স্থানে গুচ্ছ আকারে কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে। ঢাকার বাইরে মাদারীপুর, নারায়ণগঞ্জ...