গত বছর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন উন্নতি খাতুন। উদীয়মান এই ফুটবলারের পরিবারের দুর্দশার খবর জানতে পেরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাকে আর্থিকভাবে সহায়তা প্রদানেরও সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই অর্থ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে উন্নতি খাতুনের হাতে তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী...