অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানঃ ১৯৭৪-র ২৫ সেপ্টেম্বর। সারা বিশ্ব পরম-কৌতূহলে তাকিয়ে আছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের দিকে। আজ একটা বিশেষ দিন। মার্কিন-চীন ভ্রুকুটি উপেক্ষা করে বাংলাদেশ নামের ছোট্ট একটি দেশ, তার সাত কোটি আধ-পেটা বুভুক্ষু মানুষ- শীর্ণ শরীর নিয়ে ৯৩ হাজার সুসংগঠিত সৈন্যবাহিনীকে মেরে খেদিয়েছি তাদের মাতৃভূমি থেকে, প্রায় তিন বছরের চেষ্টার ফলে সে...