ড. ইউনুস সব জায়গায় সততার ঢোল বাজালেও সাম্প্রতিক কিছু সংবাদে পরিষ্কার হয়ে গেছে যে অন্তর্বর্তী সরকারের মধ্যে সততার কোন বালাই নেই। বিদেশে জমকালো অনুষ্ঠানে 'সবাই একমত আমরা সৎ' স্লোগান দিলেও পত্রিকায় দেখা যাচ্ছে উপদেষ্টাদের এপিএস, পিএ-রাই শতকোটি টাকার দুর্নীতি করেছেন এই ৭ মাসেই। এসকল ছাত্রনেতা থেকে ধনকুবের বনে যাওয়া দুর্নীতিবাজরা কি তাদের কর্তাদের অগোচরেই সম্পদের পাহ...