কৃতকর্মের জন্য দুঃখ এবং লজ্জাবোধের মধ্যেই মনুষ্যত্বের প্রকাশ। তখন স্পষ্ট হয় মুহূর্তের উন্মাদনায় যারা আত্মবিস্মৃত হয়েছিল তারাও মনুষ্যজাতি। অযথা উন্মাদনার সৃষ্টি করে যারা মানুষকে মনুষ্যত্ব থেকে বিচ্যুত করার চেষ্টা করে তারা মানুষের এবং সমাজের ঘোরতর শত্রু। স্বাধীনতা বিরোধীরা যেখানেই গিয়েছে সেখানেই মানুষকে দু’ভাগ করে দিয়েছে। একাত্তরে যখন সাড়ে সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ তখ...