গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামে সুতিয়া নদীর পাড়ে ৭০ ঘরের বেদেপল্লী। এই বেদেপল্লীর সদস্য সংখ্যা ১৮০ জন। প্রায় দুই সপ্তাহ ধরে তারা রয়েছেন এখানে। এরপর চলে যাবে অন্য কোথাও। বেদে জনগোষ্ঠীতে স্বাস্থ্য ও সচেতনতা উপেক্ষিত। সুতিয়া নদীর পাড়ে এই বেদেপল্লীর অবস্থান জেনে সেখানে থাকা সদস্যদের করোনার টিকার আওতায় আনার উদ্যোগ নেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ...