হায়দার মোহাম্মদ জিতু: শ্রীপান্থের নিরীক্ষাধর্মী রচনা ‘ঠগী’ উপমহাদেশীয় সংস্কৃতিতে একশ্রেণির ডাকাত দলের জীবন-সাইকেল। কেস স্টাডিসম্পন্ন এই রচনায় দেখা যায়, বর্বরভাবে মানুষ খুন করে তার সমাধিস্থলের ওপরই সাবলীলভাবে খাবার আয়োজন ও গ্রহণ করতে। এর কারণ, এতে ওই স্থানের মাটির যেমন শক্ত হয় তেমনি কেউ ধারণাই করতে পারে না যে সেখানে কেউ শায়িত থাকতে পারে। এ ধরনে...