নড়াইলে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা চালু করেছিলেন সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা কর্মসূচি। আর এবছর করোনা মহামারির কারণে কৃষককে ধান বিক্রি করতে কোথাও আসা লাগবে না, কৃষকের বাড়িতে ট্রাক নিয়ে গিয়ে ধান ক্রয় করবে জেলার খাদ্য বিভাগ, এবছর নড়াইলে এমনই অভিনব কার্যক্রম শুরু করেছেন সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা। করোনা সংক্রমনের ভয়ে ধান...