এই পতাকা আমার আবেগের নাম l রক্তের রঙে আঁকা মুক্তির জয়গান l একটি পতাকা একটি জাতির অস্তিত্বের প্রমাণ। কিন্তু আমাদের পতাকা আরো কিছু বেশি। এই পতাকার রঙেই মিশে আছে বাঙালির মুক্তির সংগ্রাম। বাংলাদেশের প্রথম পতাকাটিতে ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্ত, সেই বৃত্তের মাঝখানে একটা সোনালি মানচিত্র। এই মানচিত্রটি আমাদের স্বাধীন ভূখণ্ডের সীমারেখা নির্দেশ করার জন্য যুক্ত করা হয়েছি...