'নিউ নরমাল' জীবনের সঙ্গে বসতি

প্রণব কুমার পাণ্ডেঃ 'নিউ নরমাল' শব্দটির অভিধানিক অর্থ 'পূর্ববর্তী অপরিচিত বা নাটকীয় পরিস্থিতি যা আদর্শ, স্বাভাবিক বা প্রত্যাশিত হয়ে উঠেছে।' ফলে যে বিষয়টি আমাদের কাছে প্রত্যাশিত ছিল না, সেই নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টি অবশ্যই কঠিন একটি কাজ। তবে আমরা যদি কভিড-১৯ নামক মহামারি থেকে রক্ষা পেতে এবং নিরাপদ থাকতে চাই, যতই অপ্রত্যাশিত বা আকস্মিক হোক না কেন ...