মামুন আল মাহতাবঃ চলমান কোভিড প্যান্ডেমিকটি কবে শেষ হবে আর কোথায় গিয়েই বা দাঁড়াবে, তা নিয়ে আলোচনা-বিশ্লেষণ নিরন্তর। আর শেষ যেদিন হবে সেদিন কিভাবে হবে সেটি, তাই নিয়েও নানা মুনির নানা মত। যেটুকু নিশ্চিত তা হলো মাস্ক পড়া, বারবার হাত ধোয়া আর অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার মতন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার মধ্যে দিয়ে কোভিডকে হারানো না যাক, অন্তত এর রাশটা টেন...