ডঃ সাদেকা হালিম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারী অসামান্য আবদান রাখে। দুই লক্ষাধিক মা-বোন যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে সল্ফ্ভ্রম হারান। স্বাধীনতার পর এই নারীদের বঙ্গবন্ধু 'বীরাঙ্গনা' খেতাবে ভূষিত করেছিলেন। বীরাঙ্গনা অর্থ বীর নারী। একজন বীরাঙ্গনা নারীর কথায়, 'প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, যেসব রমণী মাতৃভূমির জন্য তাদের সতীত্ব, নারীত্ব হারিয়ে...