আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সাপ যেমন কিছু দিন পরপর চামড়া-খোলস বদলায়, বিএনপির জোটও কিছু দিন পরপর খোলস বদলায়। কোনও সময় ২০ দল হয়, ১২ দল হয়; এখন বলছে ৩৩ দল। কিন্তু ৩৩ দলের মধ্যে ৩০টাকে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। কারণ, কয়েকটি হাতে গোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড-সর্বস্ব দল।’ শুক্রবার (৩০...