হীরেণ পণ্ডিতঃ বাংলাদেশের গণতন্ত্র, বাক্-স্বাধীনতা ও মানবাধিকারের জন্য মায়াকান্না ও অকৃত্রিম ভালোবাসা দেখে অস্থির এ দেশের জনগণ। এসব মায়াকান্না ও অকৃত্রিম ভালোবাসা উতলে ওঠে এই বলে, দেশের মানবাধিকার পরিস্থিতি নাকি শূন্যের কোঠায়! যদিও গণতন্ত্র, বাক্-স্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশ ১০০ তে ১০০ পাবে এমন দাবি কেউ করে না। সমস্যা কিছু না কিছু পৃথিবীর সব দেশেই আছে।...