নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অপর কোনও রাজনৈতিক দলের নেতাদের মতো ভোট আদায়ে মিথ্যা আশ্বাস দেন না। আর তাই করোনা মহামারির মধ্যেও নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে...