ডা. মামুন আল মাহতাবঃআজ দুই আগস্ট। বাংলাদেশের ইতিহাসে কালোকালিতে লেখা অনেক ঘটনার করুণ আখ্যানের সাক্ষী এই আগস্ট মাস। বাঙালী জাতির জনক আর স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল এই আগস্টে। এই আগস্টকে ঘিরে বরাবরই সক্রিয় হয়ে ওঠে বাংলাদেশবিরোধী শক্তি। আগস্টের একুশেই...