- রায় ঘোষণা করা হয়েছে ৩১টি মামলার - দন্ড দেয়া হয়েছে ৬৮ জনকে - মৃত্যুদন্ড দেওয়া হয়েছে ৪২ জনকে - আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে ২৪ জনকে - যাবজ্জীবন করাদন্ড দেওয়া হয়েছে ১ জনকে - ৯০ বছরের করাদন্ড দেওয়া হয়েছে ১ জনকে বর্তমানে ট্রাইব্যুনালে আরও ৩১টি মামলায় ১৬১ জন রাজাকারের বিভিন্ন পর্যায়ে বিচারাধীন রয়েছে। বর্তমানে ৬৯৭টি অভিযোগে মোট ৩৫০৩ জনের বিরুদ্ধে পর্যায়ক্রমে মামলা তদন্ত করা হচ্ছে।