40
Published on এপ্রিল 30, 2025দেশের শিল্পাঞ্চলে চলছে ভয়াবহ সংকট। চট্টগ্রাম ও ঢাকাকে ঘিরে গড়ে ওঠা ইস্পাত, গার্মেন্টস, টেক্সটাইল ও সিরামিক খাত আজ চরম অস্তিত্ব সংকটে।
গত সাত মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট ও লাগামহীন দাম বৃদ্ধির ফলে কমপক্ষে ৫০টি কারখানা বন্ধ হয়ে গেছে। আর বিনিয়োগের অপেক্ষায় থাকা শতাধিক প্রকল্প থমকে গেছে।
এখন শিল্প মালিকরা স্পষ্ট বলছেন—এই সংকট পরিকল্পিত, এর পেছনে রয়েছে ইউনুস সরকারের ভয়াবহ ব্যর্থতা ও দুর্নীতি।
২০২৩ সালে শিল্পখাতে গ্যাসের দাম ১৭৮% এবং চলতি এপ্রিল মাসে নতুন করে ৩৩% বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের দামও গত ১৪ বছরে বেড়েছে ৯ বার। অথচ গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিতে কোনো কার্যকর পদক্ষেপ নেই। ফলে ইস্পাত, টেক্সটাইল, গার্মেন্টস, এমনকি সার কারখানাগুলো পর্যন্ত আজ উৎপাদন বন্ধের মুখে।
বিশেষজ্ঞরা বলছেন,
চট্টগ্রামে ৬২% ইস্পাত শিল্প বন্ধ হওয়ার ঝুঁকিতে।
অন্তত ৫০টি গার্মেন্টস কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।
মিরসরাই শিল্পনগর, আনোয়ারার সাদ মুসা শিল্প পার্কের শতাধিক প্রকল্প বিনিয়োগ স্থগিত করেছে।
রড, সিমেন্ট, ইউরিয়া সারের উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের অর্থনীতি চরম সংকটে পড়েছে।
ইস্পাত শিল্পের নেতা আলমাস শিমুল (জিপিএইচ ইস্পাত) ও নাসির উদ্দিন (বিজিএমইএ) বলেছেন—"গ্যাস-বিদ্যুৎ সংকট এবং দায়িত্বহীনতার কারণে বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাত মৃত্যু মুখে।"
অন্যদিকে, বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন—"ইউনুস গংয়ের অদক্ষতা ও দুর্নীতির কারণে বাংলাদেশকে আগামী দিনে ভয়াবহ শিল্প সংকট ও মুদ্রাস্ফীতির মুখোমুখি হতে হবে।