672
Published on ডিসেম্বর 17, 2021ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, তরুণ বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৈতিক সাহস দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিজয়ের ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ভারতের রাষ্ট্রপতি বলেন, 'আরও লাখো মানুষের মতো আমিও তার শক্তিশালী কণ্ঠে উজ্জীবিত হয়েছিলাম, যে কণ্ঠে ছিল বাংলাদেশের ৭ কোটি মানুষের আশা-আকাঙ্খা।'
বাংলাদেশের মানুষের, বিশেষ করে মা-বোনদের ওপর চালানো নির্মমতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 'তাদের আত্মত্যাগেই বাংলাদেশের জন্ম, যা এই অঞ্চলকে বদলে দিয়েছে।'
কোবিন্দ বলেন, 'অত্যাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ে আমার প্রজন্মের লাখ লাখ ভারতীয়র মতো আমিও উচ্ছ্বসিত হয়েছি এবং বাংলাদেশের জনগণের বিশ্বাস ও সাহসে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি।'
বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, 'পঞ্চাশ বছর আগের এই দিনে দক্ষিণ এশিয়ার আদর্শিক মানচিত্র বদলে গিয়েছিল এবং গর্বিত জাতি হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছিল। আমরাও আপনাদের সঙ্গে এই ঐতিহাসিক দিনটি উদযাপন করছি।'
তিনি বলেন, 'একাত্তরের মুক্তিযুদ্ধে আপনাদের ত্যাগ মহাকাব্যের মতো। এমন নজির পৃথিবীতে খুব কমই আছে।'
'স্বাধীনতার জন্য আপনাদের সংগ্রাম প্রতিটি ভারতীয়র বিশেষ করে আমাদের প্রজন্মের সবার হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে,' যোগ করেন তিনি।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৩ দিনের সফরে এখন বাংলাদেশে আছেন। গতকাল তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে তিনি বলেন, 'ভৌগলিক সুবিধাকে কাজে লাগিয়ে আপনাদের দুর্দান্ত অর্থনৈতিক কর্মক্ষমতা এই পুরো অঞ্চল ও বিশ্বকে উপকৃত করতে পারে।'
তিনি আরও বলেন, 'বিশেষজ্ঞরা এই সত্যের স্বীকৃতি দিয়েছেন যে উপ-আঞ্চলিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং যোগাযোগের উন্নতি স্বল্পতম সময়ের মধ্যে সোনার বাংলা অর্জনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।'
তিনি বলেন, 'কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে ভারত-বাংলাদেশের অংশীদারিত্বের প্রথম ৫০ বছরের শুরু। এতে যদি দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়, তবে এবার সম্ভবত আরও কঠিন বাধা পেরোনোর সময় এসেছে।'
'আর তা অর্জনের জন্য, আমাদের বাণিজ্য, শিক্ষা এবং বিশেষ করে চিন্তা, সৃজনশীলতা, বাণিজ্য ও প্রযুক্তির জগতে বিশ্বের মধ্যে অগ্রগামী উদ্যোগ তৈরি করতে আমাদের তরুণদের যৌথভাবে অনুপ্রাণিত করতে হবে,' বলেন ভারতের রাষ্ট্রপতি।