উন্নততর বিশ্ব গঠনে বর্তমান বৈশ্বিক সমন্বিত প্রচেষ্টার মধ্যে যে শান্তি, ন্যায় বিচার, উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির প্রয়াস চলছে, সেগুলোর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের মিল খুঁজে পাওয়া যায় বলে মনে করেন সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত জাতিসংঘ দপ্তরের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও সুইজারল্যান্ডের জেনিভায় বহুপাক্ষিক কূটনীতির শতবর্ষ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ দপ্তরের বাংলাদেশ মিশন আয়োজিত একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তাতিয়ানা ভালোভায়া ওই মত তুলে ধরেন।
১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, “ঐক্যবদ্ধ ও সুপরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে উন্নততর ভবিষ্যত গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা বর্তমান বৈশ্বিক প্রয়োজনীয়তার প্রেক্ষিতেও প্রাসঙ্গিক রয়েছে।”
শান্তিপূর্ণ বিশ্ব গঠনে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’কে অনুপ্রেরণীয় হিসেবে উল্লেখ করে তিনি গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে জেনিভায় জাতিসংঘ দপ্তরের পাঠাগারে সংরক্ষণের জন্য জাতিসংঘের ছয়টি ভাষায় অনুদিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের অনুলিপি দেওয়া হয়।
এছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান জেনিভায় জাতিসংঘ দপ্তরের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়ার কাছে একটি ভাস্কর্য হস্তান্তর করেন।
সৌজন্যেঃ bdnews24