1547
Published on জানুয়ারি 9, 2021তরুণদের কর্মদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক পরামর্শ দিতে 'কর্মজীবনের কর্মশালাঃ তরুণদের কর্মদক্ষতা ও কর্ম-পরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচি' উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এই কর্মসূচির মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করা হবে।
শনিবার সকাল ১১টায় ধানমন্ডিস্থ দলের সভাপতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এমপি বলে, শেখ হাসিনার সরকারের দেওয়া সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশের তরুণতরুণীদের মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করতে এবং দেশের প্রতিটি পরিবারের পাশে থাকতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ।
শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের উদ্যোগে শুরু হওয়া এই কর্মশালা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম বলে উল্লেখ করেন তিনি। কর্মসূচিকে জীবনঘনিষ্ট ও সময়োপযোগী বলে উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, তরুণ সমাজ আজ মাদক, সাইবার অপরাধ, আকাশ সংস্কৃতির ক্ষতিকর দিকসহ নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে। প্রযুক্তি যেমন আমাদের জীবন বদলে দিচ্ছে তেমনি এর ক্ষতিকর প্রভাব ও রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ে তুলতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে লাখ লাখ তরুণ কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। তাদের কর্মজীবন সম্পর্কে ধারনা দেওয়া এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহনের পরামর্শদানের মাধ্যমে তরুণদের সহযোগিতা করার পাশাপাশি আগামির সম্ভাবনাময় পেশাগুলো সম্পর্কে ধারনা দিলে তরুনরা নিজেদের উপযোগী করে গড়ে তুলতে সক্ষম হবে।
আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা জানিয়েছেন।
তিনি বলেন, “কর্মজীবনের কর্মশালা নামের এই দক্ষতা ও কর্ম পরিকল্পনা উন্নয়ন কর্মসূচিতে অংশ নিয়ে দল-মত নির্বিশেষে দেশের তরুণ-তরুণীরা নিজেদের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক জীবনের ব্যাপারে সম্পূর্ণ গাইডলাইন পাবে। ফলে তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা অনুসারে নিজেদের ক্যারিয়ার নিজেরাই নির্ধারণ করতে পারবে এবং সেই অনুযায়ী শ্রম ও সময় দিয়ে নিজেদের আরও যোগ্য পেশাজীবী বা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।”
তিনি বলেন, “নতুন প্রজন্মের প্রতিটি সন্তানকে তার নিজস্ব শক্তির দিকগুলো সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে চায় আওয়ামী লীগ। আর তাহলেই প্রতিটি তরুণ-তরুণী এক সময় নিজেকে মূল্যায়ন করতে শিখলে নিজের ক্যারিয়ার নিজেই খুঁজে পাবে। পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের জন্য ভূমিকা রাখতে সুবিশাল তরুণ প্রজন্মের ক্যারিয়ার সচেতন হওয়াটা এখন সময়ের দাবি। আর সে কারণেই প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে পাশে থাকতে এই উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। কর্মজীবনের কর্মশালায় অংশ নিয়ে প্রতিটি তরুণ জীবন ও জীবিকা সম্পর্কে স্পষ্ট ধারা নিয়ে সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।”
এর মধ্য দিয়ে শিক্ষাজীবন শেষ করার আগেই প্রতিটি তরুণ-তরুণীর তাদের কর্মজীবনে প্রবেশের জন্য একটা ‘পরিপূর্ণ ক্যারিয়ার প্ল্যান’ পাবে বলে মন্তব্য করেন তিনি।
কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর। রেজিস্ট্রেশনের পর পূর্ণ তথ্য প্রদান, নিজের শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষার ধরন, কোনো বিশেষ ধরনের ক্যারিয়ারের প্রতি আগ্রহ প্রভৃতির ওপর ভিত্তি করে ব্যাচ তৈরি করা হবে বলে জানান তিনি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর ধাপে ধাপে অংশগ্রহণকারীদের মেসেজ, মেইল বা মোবাইলের মাধ্যমে কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদ।
কর্মশালায় অংশগ্রহণের জন্য career.albd.org এই ওয়েবসাইটে গিয়ে ৩০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।