ইউনিসেফের প্রতিবেদনঃ ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন দেশের যুগান্তকারী অর্জন

1335

Published on জানুয়ারি 2, 2021
  • Details Image

বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও বাংলাদেশের ২ কোটি ৮ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সাফল্যকে ‘যুগান্তকারী অর্জন’ বলছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু সহায়তামূলক এ সংস্থাটি গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটা জানিয়েছে।

তারা বলেছে, করোনার প্রাদুর্ভাবের ভেতর গত জুলাইয়ে ক্যাম্পেইন স্থগিতের পর অক্টোবরে আবার চালু করা হয়। এখন পর্যন্ত ২ কোটি ৮ লাখের বেশি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ সংখ্যা লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ। সতর্ক পরিকল্পনা এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে অক্টোবরে দুই সপ্তাহ ধরে সফলভাবে ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশ সরকার প্রতিবছর দুটি জাতীয় ক্যাম্পেইন পরিচালনা করে। এ বছর করোনার কারণে জুলাইয়ের ক্যাম্পেইন স্থগিত করা হয়। টিকাদান কেন্দ্রগুলোয় অতিরিক্ত জনসমাগম এড়াতে একদিনের পরিবর্তে ১২ দিন ধরে ১ লাখ ২০ হাজারেরও বেশি বিতরণকেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।

করোনার প্রেক্ষাপটে নিরাপদে টিকাদান কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে নির্দেশনা ও যোগাযোগ উপকরণ তৈরি, রিয়েল-টাইম মনিটরিং এবং রিপোর্টিংয়ের জন্য ইউনিসেফ থেকে বাংলাদেশ সরকারকে কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। সংস্থাটি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য ৩ লাখ ৬০ হাজার মাস্কও সরবরাহ করেছে।

বাংলাদেশের শিশুদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি টোমো হোযুমি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত