1058
Published on মে 27, 2020বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় গৃহিত স্বাস্থ্য সেবা কার্যক্রম পর্যালোচনা এবং সমন্বয়ের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ কর্তৃক চীন ও অন্যান্য দেশের সংশ্লিষ্ট কারিগরি নির্দেশনা অনুসরণ করে 'বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকান্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন স্থাপনা ও পেশার জন্য কারিগরি নির্দেশনা' প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
ট্যাক্সি
১. যাত্রী পরিবহন-এর পূর্বে ট্যাক্সিতে বিভিন্ন জিনিসপত্র (যেমনঃ মাস্ক, গ্রাভস, জীবাণুনাশক পদার্থ) সরবরাহ রাখতে হবে।
২. প্রতিদিন যাত্রা শুরুর পূর্বে ট্যাক্সির ভেতর জীবাণুনাশক দিয়ে ভালভাবে পরিষ্কার করতে হবে। যাত্রার সময় ট্যাক্সি পরিষ্কার ও পরিপাটি রাখতে হবে এবং তারপরে ও ধুলাবালি মুক্ত রাখতে হবে।
৩. মাঝে মাঝে জানালা খুলতে হবে যখন বাতাসের তাপমাত্রা এবং গাড়ির গতি সহনীয় পর্যায়ে থাকে।।
৪. পরিবহনের সময় চালক এবং যাত্রী দুইজনকেই মাস্ক পরিধান করতে হবে।
৫. ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে একটু পর পর আ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। হাঁচি দেওয়ার সময় টিস্যু দিয়ে বা কনুই দিয়ে মুখ নাক ঢেকে ফেলতে হবে।
৬. জীবাণুনাশক দিয়ে ঘন ঘন স্টিয়ারিং হুইল, গাড়ির দরজার হ্যান্ডেল এবং গাড়ির অন্যান্য অংশ পরিষ্কার করতে হবে। গাড়ির ভিতরের কাপড় যেমন গাড়ির সিটের কাপড় প্রতিদিন ধুয়ে পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখতে হবে।
৭. কোন জনসমাগমে প্রবেশের সময় এবং ট্যাক্সিতে ফেরত আসার পর চালক এবং যাত্রী দুইজনকেই হাত জীবাণুনাশক দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
৮. ট্যাক্সিতে একই সঙ্গে বেশী যাত্রী বহন করা ঠিক হবে না। প্রত্যেক যাত্রীতে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। যদি ট্যাক্সিতে কোন সন্দেহজনক লক্ষণযুক্ত (যেমনঃ জ্বর, কাশি) যাত্রী থাকে তাহলে এ লক্ষণযুক্ত ব্যক্তি নেমে যাবার পর জানালা খুলে বাতাসের ব্যবস্থা করতে হবে এবং যেসব জায়গায় স্পর্শ করেছে (যেমনঃ সিট, দরজার হাতল, স্টিয়ারিং হুইল) সেসব জায়গা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা ও পরিষ্কার করতে হবে।
৯. যদি কেউ বমি করে তাহলে তৎক্ষণাৎ ক্লোরাইড যুক্ত জীবাণুনাশক ও শোষনক্ষমতাসম্পন্ন কাপড় বা জীবাণুনাশক টিস্যু দিয়ে তা ঢেকে ফেলতে হবে এবং বমি সরিয়ে উক্ত জায়গা পর্যাপ্ত জীবাণুনাশক দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।
১০. স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত জ্ঞান রেডিও, পোস্টারের মাধ্যমে বা প্রতীকী পোস্টার ট্যাক্সির পিছনে লাগিয়ে প্রচার করতে হবে।