বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নির্দেশনাঃ মেডিকেল কোয়ারান্টাইন ও পর্যবেক্ষণ এলাকা

1555

Published on মে 27, 2020
  • Details Image

বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় গৃহিত স্বাস্থ্য সেবা কার্যক্রম পর্যালোচনা এবং সমন্বয়ের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ কর্তৃক চীন ও অন্যান্য দেশের সংশ্লিষ্ট কারিগরি নির্দেশনা অনুসরণ করে 'বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কর্মকান্ড ক্রমান্বয়ে চালু করার সুবিধার্থে বিভিন্ন স্থাপনা ও পেশার জন্য কারিগরি নির্দেশনা' প্রণয়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিকেল কোয়ারান্টাইন ও পর্যবেক্ষণ এলাকা

১. জরুরী পরিকল্পনা তৈরী করতে হবে। নিরাপত্তা এবং জীবাণুমুক্তকরণ পদ্ধতি মানসম্মত করতে হবে। সকল কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯-এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মাক্ষ, গ্লাভস ও জীবাণুমুক্তকরণ দ্রব্যাদির পর্যাপ্ত মজুদ থাকতে হবে।
২. জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে। আশপাশের পরিবেশ প্রতিদিন পরিষ্কার ও জীবাণুমুক্ত
করতে হবে। জনসাধারণের বহুল ব্যাবহৃত স্থানসমূহের পরিষ্কারকরন ও জীবাণুমুক্তকরণ ব্যবস্থা জোরদার করতে হবে।
৩. পর্যাপ্ত বায়ু প্রবাহ নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক বা যান্ত্রিকভাবে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা যায়।
৪. সেন্ট্রাল এয়ার কন্ডিশনার ব্যবহার করার ক্ষেত্রে এয়ার কন্ডিশনার স্বাভাবিক মাত্রায় চালান। বিশুদ্ধ বাতাস চলাচল বৃদ্ধি করুন। বের হওয়া বাতাস যেন আবার ঢুকতে না পারে সে ব্যবস্থা করুন।
৫. প্রতিনিয়ত সিট কভার, বেড কভার, কাপড় ইত্যাদি ধোয়া, পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে।
৬. খাবার বিতরণ করার জন্য যথাসম্ভব ডিসপোজেবল থালাবাসন ব্যবহার করতে হবে। অন্য ধরণের থালাবাসন সঠিকভাবে জীবাণুমুক্ত করতে হবে।
৭. যথাসময়ে আবর্জনা সংগ্রহ ও অপসারণ করতে হবে। আবর্জনা পাত্র পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
৮. কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারে খেয়াল রাখতে হবে। মেডিকেল/সার্জিকেল মাস্ক, ডিসপোজেবল ক্যাপ এবং গ্লাভস পরিধান করতে হবে। কোয়ারান্টাইনে থাকা ব্যাক্তির সংস্পর্শে আসার পূর্বে সুরক্ষা মাস্ক (95 / 95 বা সমমানের) পরিধান করতে হবে।
৯. কর্মীদের হাতের হাইজিন মেনে চলতে হবে ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে।
১০. কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিটি সম্ভাব্য বা নিশ্চিত কোভিড-১৯ রোগী হলে তাকে কোভিড-১৯ এর জন্য নির্দিষ্ট হাসপাতালে স্থানান্তর করতে হবে। কোয়ারেন্টাইন কেন্দ্র জীবাণুমুক্তকরণ করতে হবে। সেই সাথে এয়ার কন্ডিশনিং ও ভেন্টিলেশন সিস্টেমকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। মূল্যায়ন হওয়ার আগে পুনরায় চালু করা উচিত হবে না।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত