রাজধানীর যেসব হাসপাতালে হবে করোনার চিকিৎসা

15153

Published on মার্চ 27, 2020
  • Details Image

বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। দেশে শুক্রবার নতুন করে আরও চার জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এমন পরিস্থিতিতে রাজধানীতে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে বেশ কিছু হাসপাতাল।

আইইডিসিআর এর তথ্যমতে রাজধানীতে এখন পর্যন্ত দশটি হাসপাতালে কোভিড-১৯ করোনা ভাইরাসের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে ওই সব হাসপাতালে যোগাযোগের জন্য হাসপাতালগুলো নিজস্ব যোগাযোগ নম্বরও সরবরাহ করেছে।

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধির জন্য হাসপাতালের নতুন তালিকা

কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল
মন্ডল বাড়ি রোড, ৬ নম্বর সেক্টর, উত্তরা, ৩১৯, ঈশা খাঁ রোড, ঢাকা- ১২৩০
যোগাযোগ- 01999-956290

বাংলাদেশ রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর
আউটার সার্কুলার রোড, কমলাপুর
যোগাযোগ- +8802-55007420

মহানগর জেনারেল হাসপাতাল
নয়া বাজার, ইংলিশ রোড, মতিঝিল, ঢাকা-১১০০
যোগাযোগ- 02-57390860; 02-7390066

মিরপুর মেটারনিটি হাসপাতাল
মিরপুর রোড, বড়বাগ, রোড-২
যোগাযোগ- 02-9002012

কামরাঙ্গিরচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল
লালবাগ, ঢাকা
যোগাযোগ- 01726321189

আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল
আমিনবাজার, সাভার
যোগাযোগ- 01700000000, 01712290100

জিনিজিরা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল
কেরানীগঞ্জ, ঢাকা

সাজিদা ফাউন্ডেশন হাসপাতাল
১২৫, জুরাইন মেডিকেল রোড, জুরাইন, ঢাকা-১২০৪
যোগাযোগ- 01777-771625

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল

করোনা ভাইরাসের লক্ষণগুলো দেখা দিলেই হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলছে আইইডিসিআর। হটলাইন নম্বর 16263 ছাড়াও অন্যান্য নম্বরগুলো হচ্ছে- 01401184551, 01401184554, 01401184555, 01401184556, 01401184559, 01401184560, 01401184563, 01401184568, 01927711784, 01927711785, 01937000011, 01937110011

Live TV

আপনার জন্য প্রস্তাবিত