মহেশখালী-আনোয়ারা গ্যাস সরবরাহ লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

469

Published on মে 6, 2017
  • Details Image

এরফলে দেশের জ্বালানি নিরাপত্তার অগ্রগতি এবং গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে।

গ্যাস পাইপলাইনের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী কক্সবাজারে দু’টি ফ্লটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন টার্মিনাল ইউনিট (এফএসআরইউ) ও সিঙ্গেল পয়েন্ট মরিং (এসপিএম) নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সরকারি সূত্র জানায়, সরকার ১ হাজার ৩৯ কোটি টাকা ব্যয়ে মহেশখালী থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত ৩০ ইঞ্চি ডায়ামিটারের ৯১ কিলোমিটার গ্যাস সরবরাহ লাইন স্থাপন করেছে।

প্রস্তাবিত মহেশখালী এলএনজি টার্মিনালের মাধ্যমে আমদানিকৃত এলএনজি গ্যাস সরবরাহের জন্য এই লাইন স্থাপন করা হয়েছে।

এই পাইপ লাইন স্থাপনের ফলে দেশে আরো বেশি শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও আমদানিকৃত এলএনজির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের বিদ্যমান ও পরবর্তীতে তৈরির জন্য বিদ্যুৎ প্লান্ট, সার কারখানা ও অন্যান্য শিল্প স্থাপন করা যাবে।

আকাশচুম্বি চাহিদার বিপরীতে গ্যাসের রিজার্ভ শেষ হতে থাকায় সরকার ২০১৮ সালের মধ্যে বিদেশ থেকে এলএনজি গ্যাস আমদানি করে প্রত্যেক এফএসআরইউ হতে দৈনিক ৫শ’ এমএমসিএফডি গ্যাস সরবরাহের চিন্তা-ভাবনা করছে।

সিঙ্গাপুরভিত্তিক ‘এক্সসিলারেট এনার্জি’ মহেশখালীতে প্রথম এফএসআরইউ নির্মাণ করবে, যা দৈনিক ৫০ কোটি মিটার স্ট্যান্ডার্ড কিউবিক ফিট (এমএমএসসিএফডি) ধারণ ক্ষমতাসম্পন্ন। দ্বিতীয়টি নির্মাণ করবে সামিট গ্রুপের সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি। যার দৈনিক ধারণক্ষমতাও ৫শ’ এমএমসিএফডি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এসএমপি প্রকল্প সূত্র জানায়, চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নে ২০১৮ সালের মধ্যে ‘গভর্নমেন্ট টু গভর্নমেন্ট’ (জিটুজি) চুক্তিতে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরো (সিপিপিবি) ডাবল পাইপলাইনের এই প্রকল্প সম্পন্ন করবে।

এর আগে এ ব্যাপারে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি চুক্তি স্বাক্ষর করে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বাসস’কে বলেন, ‘দেশের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে আমরা বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছি’।

তিনি বলেন, সরকার বেসরকারি খাতে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত প্ল্যান্ট নির্মাণে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করছে।

এছাড়াও জ্বালানি নিরাপত্তা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে।

দেশের জ্বালানি নিরাপত্তায় এসব প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সরকারের ভিশন-২০২১কে উপলক্ষ করে এসব প্রকল্পের ডিজাইন করা হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত