367
Published on নভেম্বর 14, 2016বিমানবন্দরে মরক্কোর জাতীয় শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণমন্ত্রী রাচিড বেলমোখতার বিনাবদেল্লাহ (Rachid Belmokhtar Benabdellah), মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনসহ মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা সহকারে সফরকালীন আবাসস্থল হোটেল লা মামৌনিয়াতে নেওয়া হয়। এর আগে সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১৯ ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে মরক্কোর উদ্দেশে ঢাকা ছাড়েন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাকাসের কপ-২২ সম্মেলন স্থল বাব ইগলিতে (bab Ighli) যাবেন। সেখানে তাকে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা সনদের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব পেট্রিসিয়া এপিনোসা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা রয়েছে।
স্থানীয় সময় সকাল ১০টায় বিশ্ব জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেবেন শেখ হাসিনা। দুপুরে মারাকাসের রয়্যাল প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর রাজা ৬ষ্ঠ মোহাম্মদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। বিকেলে জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।
বুধবার (১৬ নভেম্বর) সকাল স্থানীয় সময় সকাল ৭টায় মারাকাসের মিনারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-১০২০ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।
জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি সম্প্রতি কার্যকর হওয়ায় এবারের জলবায়ু সম্মেলনের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জলবায়ু বিষয়ক এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, গত বছর প্যারিস চুক্তিতে বাংলাদেশসহ ১৯৭টি দেশ সই করেছে। এ পর্যন্ত চুক্তিটি অনুসমর্থন করেছে বাংলাদেশসহ ১০৯টি দেশ। চুক্তি কার্যকরের ন্যূনতম আবশ্যকীয় শর্তগুলো পূরণ হওয়ায় গত ৪ নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়েছে।
এবারের জলবায়ু সম্মেলনে ৫৬ রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিচ্ছেন। এরমধ্যে ৩৭ রাষ্ট্রপ্রধান এবং ১৯ জন সরকার প্রধান রয়েছেন।