342
Published on অক্টোবর 20, 2016পুরো উদ্যান ও এর আশেপাশের এলাকায় আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। আর এসব ঘিরে প্রতিদিনই নেতা-কর্মীদের উপস্থিতিতে গমগম করছে এলাকাটি।
আগামী ২২ অক্টোবর এই সোহরাওয়ার্দী উদ্যানেই ক্ষমতাসীন দলটির জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনব্যাপী কাউন্সিল অধিবেশনও হবে এখানেই।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ এবার ২০তম সম্মেলন করতে যাচ্ছে। সম্মেলনের প্রচার-প্রচারণা ইতোমধ্যে এগিয়ে চলছে।
এবারের সম্মেলনের স্লোগান ঠিক হয়েছে- ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।
সম্মেলনের জন্য সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত করার কাজ প্রায় শেষ বলে জানান সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা।
মঞ্চ ও সাজ সজ্জা উপ-কমিটির সদস্য সচিব মির্জা আজম বলেন, প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে।
উদ্যানের দক্ষিণ পাশে দলীয় প্রতীক নৌকা আকৃতির দেড়শ ফুট কাঠের কাঠামোর উপর মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের দুটি স্তর থাকছে।
উপরের স্তরে দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বসবেন। নিচের স্তরটিতে সাংস্কৃতিক পরিবেশনার জন্য রাখা হয়েছে।
মঞ্চের সামনে বিদেশি অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে। তার পেছনে অতিথি, কাউন্সিলর ও পর্যবেক্ষক মিলিয়ে ২০ হাজার জনের ব্যবস্থা থাকছে।
মঞ্চের পেছনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম কক্ষ করা হয়েছে। বিদেশি অতিথিদের জন্যও মঞ্চের পেছনে বিশ্রাম নেওয়ার জন্য আলাদা কক্ষ ও শৌচাগার করা হয়েছে।
মঞ্চের দুপাশে আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলা কমিটির নেতাদের দলীয় পতাকা উড়ানোর জন্য ৭৮টি স্ট্যান্ড রাখা হয়েছে।
উদ্যানে ঢোকার ছয়টি প্রবেশপথও সাজানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি শোভা পাচ্ছে উদ্যানে প্রবেশের পথ থেকে মঞ্চ পর্যন্ত।
বসানো হয়েছে তোরণ বসানো হয়েছে তোরণ শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ছবি শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ছবি। শিশু পার্কের পাশের ফটকটিতে বড় তোরণ তৈরি হয়েছে। এই ফটক দিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা ঢুকবেন। বিদেশি অতিথিরাও এই ফটক ব্যবহার করবেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ফটকটি রাখা হয়েছে ভিআইপি অতিথিদের জন্য।
চারুকলার সামনের ছবিরহাটের ফটক, টিএসসির ফটক, বাংলা একাডেমির সামনের ফটক, তিন নেতার মাজার সংলগ্ন ফটক দিয়ে কাউন্সিলর-পর্যবেক্ষকরা ঢুকবেন।
মঞ্চ এবং আশপাশের ২৮টি এলিডি পর্দায় পুরো অনুষ্ঠান প্রদর্শিত হবে। উদ্যান এলাকা থাকবে ওয়াইফাইয়ের আওতায়।
মঞ্চের বাম পাশে রাখা হয়েছে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ। বাংলা একাডেমির উল্টো পাশের ফটকের ভেতরে সিআরআই, বঙ্গবন্ধু জাদুঘর, যুবলীগ ও ছাত্রলীগের স্টল করা হয়েছে।
পাশাপাশি সম্মেলনে নিরাপত্তার জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি আবুবক্কর সিদ্দিক।