টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জেন্ডার সংবেদনশীলতাকে গুরুত্বের সঙ্গে কাজে লাগাতে হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

424

Published on সেপ্টেম্বর 22, 2016
  • Details Image

তিনি বলেন, ‘প্রত্যেক নারী এবং মেয়েকে গণনা করার ধারণা নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা বিষয়ে আমার নিজস্ব চিন্তাধারাকে প্রতিফলিত করে। কাউকে পিছনে ফেলে না রাখায় অঙ্গীকারাবদ্ধ হওয়ার কারণে এসডিজি বাস্তবায়নের আমাদের অবশ্যই জেন্ডার সংবেদনশীল পদ্ধতিকে লালন করতে হবে।’

অস্ট্রেলীয় সরকার, ইউএন উইমেন, বিল এন্ড মেরিন্ড গেটস্ ফাউন্ডেশন ও জাতিসংঘ ফেডারেশন/ডাটা ২ এক্স এর উদ্যোগে জাতিসংঘ সদর দফতরে ‘মেকিং এভরি উইমেন এন্ড গার্ল কাউন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক নারী দারিদ্র্য সীমার নিচে বা সম্পদহীনতার জন্য তাদের জীবন মান দ্রুত পড়তে থাকায় বাংলাদেশে তার সরকারের জেন্ডার সংক্রান্ত এমডিজি কার্যক্রম ব্যাপকভাবে স্বীকৃত।

তিনি বলেন, আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ভর্তি ক্ষেত্রে লিঙ্গ-সমতা বজায় রাখতে পেরেছি। মাতৃমৃত্যু হার যথেষ্ট হ্রাস পেয়ে প্রতি হাজারে ১.৭ জনে দাঁড়িয়েছে। আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বৃদ্ধ, বিধবা, অক্ষম, স্তন্যদায়ী মা ও দুস্থ নারীদের ব্যাপকভাবে সহায়তা দিচ্ছে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি আরো বলেন, আরো এগিয়ে যেতে জাতীয় নারী উন্নয়ন নীতি এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কমসূচি।

তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণের ব্যবস্থা করেছি।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার প্রতি বছর সংসদে জাতীয় বাজেটসহ একটি জেন্ডার সংবেদনশীল বাজেট উপস্থাপন করছে।

চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ৪০টি মন্ত্রণালয় নারী উন্নয়নে তাদের বরাদ্দের কথা জানিয়েছে, যা এই অর্থবছরের বাজেটের ২৭ শতাংশেরও বেশি এবং মোট জাতীয় আয়ের জিডিপি তুলনায় প্রায় ৫ শতাংশ।

তিনি বলেন, আমরা স্বীকার করি যে, এই কাজের জন্য মানসম্মত ও হালনাগাদ জেন্ডার সংক্রান্ত ডাটা যোগার করা কষ্টকর হবে। একটি সুষ্ঠু ডাটাবেস আমাদের নারী ও মেয়ে শিশুদের ব্যাপারে গৃহীত উদ্যোগের সাফল্য ব্যর্থতা বুঝতে সাহায্য করতে পারে।

শেখ হাসিনা আরো বলেন, এই প্রচেষ্টার সঙ্গে কিভাবে আমাদের পুরুষদের এবং ছেলেদের যুক্ত করা যায় এটা আমাদের বলতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের পরিকল্পনা, বাজেট, পর্যবেক্ষণ ও নিরীক্ষণ প্রতিষ্ঠানগুলো খুব সস্তায় জেন্ডার সংবেদনশীল তথ্য যোগার ও প্রক্রিয়াজাত করতে পারে।

তিনি বলেন, এখানে সরকারি-বেসরকারি উদ্যোগে আজ যা চালু করা হলো তা আশাপ্রদ বলে মনে হচ্ছে। এই ব্যবহারিক, বাস্তবভিত্তিক কাজ সম্ভবত জাতিসংঘের নারী ও অন্যান্য অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সহযোগিতার ক্ষেত্রে আরেকটি পালক যোগ করতে পারে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হক প্রমুখ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত