বিআইএনএ গবেষণা আইন, ২০১৬ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা

399

Published on এপ্রিল 18, 2016
  • Details Image

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে কেবিনেট সচিব মো. শফিউল আলম বলেন, আইনটির লক্ষ্য হচ্ছে গবেষণা এবং পারমাণবিক উপায় ও কৌশল এবং আধুনিক প্রযুক্তি কাজে লাগানোর মাধ্যমে জলবায়ু ও পরিবেশ উপযোগী শস্যের জাত উদ্ভাবন করা।

তিনি বলেন, ১৯৮৪ সালে সামরিক শাসনামলে একটি অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে বিনা প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৯৯৬ সালে একটি সংশোধনীর মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত হয়।

আলম জানান, সুপ্রীম কোর্টের আদেশে সামরিক শাসনামলের সকল অধ্যাদেশ অবৈধ ঘোষণা করার প্রেক্ষিতে অধ্যাদেশ ও সংশোধিত আইনটি বাংলায় অনুবাদ করে প্রস্তাবিত ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) গবেষণা আইন, ২০১৬’ এর খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

তিনি বলেন, খসড়া আইনে বলা হয়েছে যে, মূল আইন অনুযায়ী, বিনা’র সদর দফতর ময়মনসিংহে অবস্থিত হবে এবং সরকার দেশের অন্যান্য অংশে প্রতিষ্ঠানের উপ-কেন্দ্র বা কার্যালয় স্থাপন করতে পারবে।

কেবিনেট সচিব জানান, খসড়া আইন অনুযায়ী, ইনস্টিটিউটের মহাপরিচালককে চেয়ারম্যান করে ১৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে এবং এই পর্ষদের মেয়াদ হবে তিন বছর।

অর্থ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি যাদের পদমর্যাদা উপ-সচিবের নিচে নয়, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের প্রতিনিধি যার পদ মর্যাদা একজন পরিচালকের নিচে নয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন এই পর্ষদের সদস্য হবেন।

এছাড়া, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের একজন প্রতিনিধি, কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে কৃষি সম্প্রসারণ বিভাগের একজন প্রতিনিধি এবং কৃষি মন্ত্রণালয়ের মানোনীত দুজন সিনিয়র বিজ্ঞানী এই পর্ষদের সদস্য হবেন।

কেবিনেট সচিব বলেন, ইনস্টিটিউটের অন্যান্য কাজ হবে টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং আধুনিক ভূমি ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি উৎপাদনশীলতা নিশ্চিত করা।

তিনি আরো বলেন, যথাযথ প্রযুক্তি ব্যবহার করে শস্যের গুণগত মান উন্নয়ন, বালাই নিয়ন্ত্রন এবং কীট ব্যবস্থাপনার দায়িত্বও ইনস্টিটিউট পালন করবে।

আলম বলেন, খসড়া আইন অনুযায়ী ইনস্টিটিউটের কর্তৃপক্ষ প্রতি বছরের শেষে সরকারের কাছে রিপোর্ট পেশ করবে।

কেবিনেট সচিব বলেন, মন্ত্রিসভা বৈঠকে গত ৮-১০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমীরাতের দুবাই নগরীতে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সরকার সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ গ্রহনের বিষয়ে অবহিত করা হয়।

এছাড়া, গত ১৫-২০ মার্চ ভিয়েতনামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সফর এবং গত ৭-১১ মার্চ মালয়েশিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ৩৩তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলনে খাদ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ গ্রহন সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

মন্ত্রিবর্গ ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রিগণ বৈঠকে যোগ দেন। সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত