339
Published on মার্চ 13, 2016রোববার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে পোর্টালের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ, ট্রেড অ্যান্ড কম্পিটেটিভনেস গ্লোবাল প্র্যাকটিসের প্রোগ্রাম ব্যবস্থাপক মাশরুর রিয়াজ, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ।
পোর্টালটির ঠিকানা www.bangladeshtradeportal.gov.bd। এটি দক্ষিণ এশিয়ার প্রথম ট্রেড পোর্টাল বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
বিদেশি পরামর্শক ও প্রকল্প পরিচালক নিয়োগের মাধ্যমে পোর্টালটি তৈরি করতে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক। আর এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ট্রেড অ্যান্ড কম্পিটেটিভনেস গ্লোবাল প্র্যাকটিস।
পোর্টালটির পরিচয় তুলে ধরে অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ ট্রেড পোর্টালে বাংলা ও ইংরেজি দু’টি সংস্করণ থাকবে। যার মাধ্যমে দেশি ও বিদেশি ব্যবসায়ীরা উপকৃত হবেন। এটি ব্যবসা বিষয়ে স্বচ্ছতা আনবে।
পোর্টালটি তৈরিতে সংশ্লিষ্টরা জানান, এতে বর্তমান ট্রেড নীতি ও প্রক্রিয়ার পাশাপাশি আইন, প্রশাসনিক প্রক্রিয়া, নির্দেশনা, প্রয়োজনীয় ফি, লাইসেন্স পারমিট ও শাস্তির বিষয়ে তথ্য থাকবে। আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ট্রেড চুক্তির বিষয়গুলো এতে রয়েছে ক্যাটালগ আকারে। এছাড়া বাংলাদেশ সম্পর্কে দরকারি তথ্য পাবেন বিদেশি বিনিয়োগকারীরা।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ; বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। একে নতুন দিগন্তের সূচনাও বলা যায়। পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে পোর্টালটি। তবে এটি নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। থাকতে হবে হটলাইন। সরকার শুরুটা করে দিয়েছে। একে সচল রাখতে যা যা করণীয় তা ব্যবসায়ীরা করতে উৎসাহী।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। বাংলাদেশ ট্রেড পোর্টাল তারই প্রমাণ। এর মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সংযুক্ত হলো বাংলাদেশ। নিয়মিত এখানে তথ্য হালনাগাদ করা হবে। এবং এ বিষয়ে সহযোগিতার জন্য শিগগিরই এফবিসিআই’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
ব্যবসায়ী, গবেষণা প্রতিষ্ঠানসহ সবাইকে এ পোর্টাল ব্যবহারের আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।