410
Published on ফেব্রুয়ারি 24, 2016এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশে জাপানি বিনিয়োগকারীদের ওপর পরিচালিত একই জরিপ অনুযায়ী চীন, ভারত, মিয়ানমারসহ এশিয়ার সব দেশের চেয়ে বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেশি।
এ ছাড়া জাপানি বিনিয়োগকারীরা চলতি বছর যেসব দেশে বিনিয়োগ বাড়াতে চায়, তার মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। জাপান সরকারের আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন জেটরোর এক জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশে জাপানি উদ্যোক্তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের (সিইও) সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। 'এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে জাপানি কোম্পানির ব্যবসার অবস্থা-২০১৫' শীর্ষক এ প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশবিষয়ক আলাদা প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে জেটরো।
বাংলাদেশে বর্তমানে ২৩০টি জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। এশিয়ার মধ্যে জাপানের সবচেয়ে বেশি ৩১ হাজার ২৭৯টি প্রতিষ্ঠান রয়েছে চীনে। সবচেয়ে কম ১১৮টি রয়েছে শ্রীলংকায়। প্রতিবেদন অনুযায়ী, জাপানি বিনিয়োগকারীদের আস্থা সূচকে বাংলাদেশের পয়েন্ট ৬৩ দশমিক ৩। ৬১ দশমিক ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কম্বোডিয়া। তালিকায় সবচেয়ে কম ২০ দশমিক ৭ পয়েন্ট চীনের।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির যুক্তি হিসেবে সম্ভাবনাময় অর্থনীতি, ব্যবসা ব্যয় কম ও সহজলভ্য শ্রমকে চিহ্নিত করেছেন উদ্যোক্তরা। এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মাধ্যমে বাংলাদেশের রফতানি বাড়ানোরও বড় সুযোগ রয়েছে বলে মনে করেন সিইওরা।
বাংলাদেশের সমস্যা হিসেবে সিইওরা মনে করেন, কর্মীদের দক্ষতার অভাব এবং স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের সুযোগ না থাকা। পণ্য ছাড়ে শুল্কায়ন প্রক্রিয়ায় জটিলতা রয়েছে বলে মনে করেন ৫৬ শতাংশ সিইও। স্থানীয় কাঁচামালের অভাবকে অনেক বড় সমস্যা মনে করেন ৭০ দশমিক ৬ শতাংশ সিইও।