বাংলাদেশ নেভিতে দুটি সাবমেরিন যুক্ত হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

350

Published on ডিসেম্বর 23, 2015
  • Details Image

তিনি বলেন, আগামী বছরের মাঝামাঝি বাংলাদেশ নেভিতে দু’টি সাবমেরিন যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আজ এখানে বাংলাদেশ নেভাল একাডেমী প্যারেড গ্রাউন্ডে একাডেমীর মিডশিপম্যান ২০১৪/এ এবং ডিইও ২০১৫/বি ব্যাচের কোর্স সমাপনী কুচকাওয়াজ প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সাবমেরিন ঘাঁটি স্থাপন এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ কাজ চলছে এবং পটুয়াখালির রবনাবাদে এভিয়েশন সুবিধা সম্বলিত দেশের এই বৃহত্তম নৌ ঘাটি স্থাপন করা হচ্ছে।

শ্রীলংকা থেকে একজন এবং ২৪ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার্স (ডিইও)সহ মোট ৫৩ জন মিডশিপম্যান এ বছর কমিশন লাভ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং চট্টগ্রাম নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আখতার হাবিব তাঁকে অভ্যর্থনা জানান।

মন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, কূটনীতিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নতুন কমিশন লাভ করা মিডশিপম্যানদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।

প্যারেড অনুষ্ঠানে মিডশিপম্যানদের ব্যাচ ও নৌবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট পাসিং আউটে অংশ নেয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী একাডেমীতে অসামান্য দক্ষতা প্রদর্শনকারী সেরা মিডশিপম্যানদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মিডশিপম্যান ফাহিম উদ্দিন সাকিব সেরা মিডশিপম্যান নির্বাচিত হয়েছেন এবং তিনি ‘সোর্ড অব অনার’ গ্রহণ করেন এবং একাডেমীতে সেরা ফলাফলের জন্য এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট এম রেহানুজ্জামান লাভ করেন শহীদ মোয়াজ্জেম পদক। পেশাগত ও শিক্ষাগত বিষয়ে সর্বোচ্চ মান অর্জনের জন্য মিডশিপম্যান জাহিদ হোসেন কবির বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক এবং মিডশিপম্যান এম রেজাউল ইসলাম নেভাল চিফ স্বর্ণপদক গ্রহণ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত