কাল থেকে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে বিপিও সামিট

342

Published on ডিসেম্বর 8, 2015
  • Details Image

ব্যবসা পরিচালনা, উন্নয়ন ও বিনিয়োগে বিশ্বের আদর্শ দেশ হিসেবে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিও সামিট। ভিশন-২০২১ বাস্তবায়নের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়ন যে বিশ্বের বড় বড় করর্পোরেট ও ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক স্থাপনার জন্য প্রস্তুত- তারই দৃশ্যায়ন হবে এই সম্মেলনে।

বিপিও সামিট-২০১৫ -এর বিস্তারিত জানাতে সোমবার রাজধানীর আগারগাঁয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিস) সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী বুধ ও বৃহস্পতিবার দেশে প্রথমবারের মতো বিপিও সামিটের আয়োজন করা হয়েছে। দুই দিনের এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে থেকে তথ্যপ্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিপিও ক্ষেত্রে অনেক ভালো করছে বাংলাদেশ। আগামীদিনের বিপিও খাতকে তরুণদের মাঝে তুলে ধরতে দু’দিনের এই আয়োজনে রয়েছে তরুণদের জন্য বেশ কিছু কর্মসূচি। এর মধ্যে রয়েছে সারা দেশে ৫৫৪টি বিপিও সেন্টার স্থাপনের উদ্যোগ। প্রতি বছর বাংলাদেশে ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে। এদের মধ্য থেকে উল্লেখ্যযোগ্য অংশকে বিপিও খাতে কাজ করার উপযোগী করতে সরকার উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানান তিনি।

তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, তরুণ ও বেকারদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিও সামিটে তরুণদের এই খাত সম্পর্কে একটি ভালো ধারণা দিতে সক্ষম হবে।

আয়োজন সম্পর্কে বাক্যর সভাপতি আহমাদুল হক বলেন, দু’দিনের এই আয়োজনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশ-বিদেশ থেকে প্রযুক্তি ক্ষেত্রে সফল ব্যক্তিদের বাংলাদেশের তরুণদের মাঝে তুলে ধরা হবে। সেমিনারে বিপিও খাতের সাফল্যও তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ ১৩০ মিলিয়ন ডলারে বিপিও সেক্টরে কাজ করছে। বাংলাদেশে বিপিও খাতে ভালো করা বা এগিয়ে যাওয়া বিপুল সম্ভবনাও আছে। বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে কাজ করার খরচ তুলনামুলক অনেক কম। বর্তমানে বাংলাদেশে মাত্র ২৫ হাজার লোক এই সেক্টরে যুক্ত আছে।

সম্মেলনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা ৪০ জনেরও বেশি বক্তা বিভিন্ন সেশনে স্পিকার থাকবেন। সম্মেলনে বিভিন্ন সেশনগুলোর মধ্যে রয়েছে, স্টার্ট আপ, বাংলাদেশ ইয়ুথ টু ড্রাইভ বিপিও ইন্ডাস্ট্রি, অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং আউটসোর্সিং, কানেক্টিং দ্য আনট্যাপড স্কিল: পলিটেকটিক, ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল, ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড অপারেশনাল রেডিনেস, ফিউচার চ্যালেঞ্জেস অব বিপিও ট্রান্সফরমেশন, ইনোভেশন ইকোসিস্টেম-অ্যাক্সিলারেশন অ্যান্ড ইনকিউবিটরস, রোল অব হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ফর বিপিও ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেইনারশিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট, দ্য অপরচুনিটিজ অব আউটসোর্সিং ক্লায়েন্ট সার্ভিসেস ফ্রম আইটি পার্সপেক্টিভ, গ্লোবাল বিপিও ইন্ডাস্ট্রি বেস্ট প্রাক্টিসেস, দ্য অপরচুনিটিজ ইন দ্য ডোমেস্টিক মার্কেট ফর দ্য বিপিও। এসব সেশন ছাড়াও সম্মেলনে বিপিও সেক্টরের বহুমাত্রিক সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা থাকছে। সম্মেলনে চাকরি প্রার্থীদের জন্য থাকছে স্পট ইন্টারভিউয়ের ব্যবস্থা। এর মধ্যে ২০০ শিক্ষার্থীকে বিভিন্ন কল সেন্টারে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে।

সম্মেলনের সহযোগী হিসেবে আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত