বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ শ্রীলঙ্কার প্রতি প্রধানমন্ত্রীর আহবান

320

Published on অক্টোবর 14, 2015
  • Details Image

শ্রীলংকার নবনিযুক্ত হাইকমিশনার মিজ যসোজা গুণাসেকারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার স্থানীয় ও শ্রীলংকার উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভূমি বরাদ্দ দিতে প্রস্তুত এবং ইতোমধ্যে যারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিনিয়োগ করেছেন, তারা নিজেদের উদ্যোগে অবকাঠামো গড়ে তুলতে পারেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, শ্রীলংকার দূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তাঁকে সার্ক পরিবারের গর্ব হিসেবে অভিহিত করেন।

হাই কমিশনার জাতিসংঘের দু’টি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী এবং দূত বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ার কারণে সরকার জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় অভিযোজনের জন্য যথাযথ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ, শ্রীলংকা, ভারত এবং মালদ্বীপের মধ্যে পর্যটন ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সমুদ্রপথে নৌযোগাযোগ স্থাপনের সম্ভাব্যতার কথা উল্লেখ করেন।

হাইকমিশনার বলেন, বিদ্যুৎ, ব্যাংকিং, জাহাজ চলাচল এবং ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে শ্রীলংকা আরো ওষুধ আমদানি করতে আগ্রহী।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত