প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত দাশিয়াছড়ার মানুষ

425

Published on অক্টোবর 12, 2015
  • Details Image

প্রধানমন্ত্রীর ১৫ অক্টোবর দাশিয়ারছড়া সফরে আসার কর্মসূচি রয়েছে। এ সফরে তিনি সদ্য বিলুপ্ত ছিটমহলটিকে মুজিব-ইন্দিরা ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

৬৮ বছরের অধিকারহীনতায় কাটিয়ে চলতি বছরের ১ আগষ্ট বাংলাদেশের বাসিন্দা হয়েছেন ছিটমহলের মানুষ। বাংলাদেশের মূল ভূখন্ডের সাথে যুক্ত হওয়ার দু’মাসের মাথায় বিলুপ্ত এ ছিটমহলে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছিটমহল দাশিয়ারছড়ায় ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন শামসুল হক। তবে বঙ্গবন্ধুকে স্বচক্ষে দেখার ভাগ্য হয়নি তার। এবার তার কন্যাকে বাড়ির পাশেই দেখতে পাবেন, এ আনন্দে তিনি উদ্বেলিত।
প্রধামন্ত্রীর আগমন সংবাদে শামসুল হকের মতো আনন্দে উচ্ছাসিত বিলুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলের সব মানুষ। এ এলাকার আকিলা, ফাতেমা ও সাইদা জানান, টিভিতে তারা প্রধানমন্ত্রীকে দেখেছেন, এবার তারা নিজের চোখে তাঁকে দেখবেন। এ আনন্দে তারা প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দিন গুণছেন।

প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতির পাশাপাশি তাঁর কাছে উন্নয়নের বিভিন্ন দাবি পেশেরও প্রস্তুতি নিচ্ছেন এখানকার মানুষ।

দাশিয়ারছড়ার মোজাফফর হোসেন বলেন, ‘এলাকাবাসীর ৬৮ বছরের ক্ষুধা একদিনে নিবারণ হবার নয়। তারপরেও প্রাথমিকভাবে কয়েকটি স্কুল, কলেজ ও মাদ্রাসা সরকারীকরণ, হাসপাতাল ও ফায়ার সার্ভিস ষ্টেশনের দাবী পেশ করবো আমরা’।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিলুপ্ত ছিটমহলের রাস্তাঘাট পাকা ও মেরামতকরণ, বিদ্যুৎ ও টেলিফোন লাইনস্থাপনসহ প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি চলছে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ী উপজেলা সদরের হ্যালিপ্যাডে নেমে সড়ক পথে দাশিয়ারছড়া আসার কথা রয়েছে। সেখানে এক সুধী সমাবেশে ভাষণ দেয়ার পাশাপাশি তিনি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন এবং মুজিব-ইন্দিরা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

গঙ্গারহাট থেকে কালিরহাট বাজার পর্যন্ত সড়কটি পাকাকরণের কাজ চলছে। এছাড়া আশেপাশের সব রাস্তা মাটি কেটে প্রশস্ত করা হয়েছে। ছিটমহলে বিদ্যুৎ সংযোগ দিতে লাইন নির্মাণ ও ওয়ারিংয়ের কাজ শেষ হয়েছে। বিটিসিএল ইতোমধ্যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ দিয়েছে।

এছাড়া ফুলবাড়ী থেকে দাশিয়ারছড়া পর্যন্ত শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তদারকি করছেন এসব প্রস্তুতিমুলক কাজ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত