সিভিল কোর্ট (সংশোধনী) আইন-২০১৫ এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

555

Published on সেপ্টেম্বর 14, 2015
  • Details Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের জানান, এই আইন প্রণয়নে দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে এবং জেলা পর্যায়ে নিম্ন আদালতে অর্থ বিষয়ক দেওয়ানি মামলাসমূহ নিষ্পত্তি হবে।

সংশোধনীতে সহকারি জজের ক্ষমতা বৃদ্ধি করে ১৫ লাখ টাকা মূল্যের সম্পদের মামলার বিচার কার্য সম্পন্ন করার ক্ষমতা দেয়া হয়েছে। বর্তমান আইনে একজন সহকারি জজ কেবল মাত্র ২ লাখ টাকা মূল্যমানের সম্পদের দেওয়ানি মামলার বিচার করার ক্ষমতা রয়েছে। এছাড়া সিনিয়র সহকারি জজের ক্ষমতা বৃদ্ধি করে ৪ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকার সম্পদের মামলার বিচার করার ক্ষমতা দেয়া হয়েছে।

সংশোধনীতে করা প্রস্তাব অনুযায়ি একজন জেলা জজ আপীল মামলায় ৫ কোটি টাকার সম্পদের দেওয়ানি মামলার বিচার কার্য পরিচালনা করতে পারবেন।

মন্ত্রিসভা বাংলাদেশ কোস্ট গার্ড এ্যাক্ট-২০১৫ এর খসড়ায়ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন আইনটি ১৯৯৪ সালে প্রণীত আইনের স্থলাভিষিক্ত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ আইনের আদলে কোস্ট গার্ড আইন প্রণীত হয়েছে। নতুন আইনটিতে বিভিন্ন অপরাধ ও তার শাস্তির সংজ্ঞায়িত করা হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত