বাজেট স্বচ্ছতায় দক্ষিন এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

412

Published on সেপ্টেম্বর 11, 2015
  • Details Image

আইবিপির নিজস্ব ওয়েবসাইটে গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগে ২০১২ সালে একই বিষয়ে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। সমীক্ষা প্রতিবেদনে বাংলাদেশের প্রাপ্ত স্কোর ১০০-এর মধ্যে ৫৬। সেখানে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে ভারতের প্রাপ্ত স্কোর ৪৬। ভারতের এ স্কোর সমীক্ষায় অংশ নেওয়া বিশ্বের দেশগুলোর গড় স্কোর ৪৫-এর চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের স্কোর ১০০-এর ভেতর ৪৩, আফগানিস্তানের ৪২, শ্রীলংকার ৩৯ এবং নেপালের স্কোর ২৪। অন্যদিকে সমীক্ষায় বিশ্বের মধ্যে ৮৮ স্কোর নিয়ে এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। সুইডেন, সাউথ আফ্রিকা, নরওয়ে এবং যুক্তরাষ্ট্র প্রত্যেকে অর্জন করেছে ৮০ স্কোর। এ ছাড়া ব্রাজিল ৭৭, রাশিয়া ৭৩ স্কোর পেয়েছে। সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে চীন। দেশটির স্কোর মাত্র ১৪।

সমীক্ষায় দেশগুলোর বাজেটের স্বচ্ছতা যাচাইয়ে তিনটি বিষয় প্রাধান্য দিয়ে ১০৯টি সূচক মূল্যায়ন করা হয়েছে। প্রধান তিন সূচক হচ্ছে জনগণের অংশগ্রহণ, আইন বিভাগের তত্ত্বাবধায়ন এবং নিরীক্ষণ ব্যবস্থাপনা।

বাজেট প্রণয়নের প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ সূচকে বাংলাদেশের অবস্থান দুর্বল বর্ণনা করা হয়েছে। জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ২৩। যদিও এক্ষেত্রে ভারতের স্কোর আরও খারাপ অর্থাৎ ১৯। আইন বিভাগের তত্ত্বাবধায়নে স্কোর ৪৯ এবং একে সীমিত উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তবে নিরীক্ষণ ব্যবস্থাপনায় যথেষ্ট ভালো করা বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৭৫। ভারতেরও এ ক্ষেত্রে স্কোর ৭৫।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে কাজ করা ১০২টি রিসার্চ এবং সিভিল সোসাইটি সংস্থার মাধ্যমে এই সমীক্ষা সম্পাদিত হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত